অনুদান বাড়ল। একলাফে বাড়ল ১০ হাজার টাকা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর বৈঠকে ঘোষণা করা হল, রাজ্য়ে ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে দেবে রাজ্য। একইসঙ্গে ছাড় দেওয়া হবে বিদ্য়ুৎ বিলে। বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ব্যাপারে সিইএসসি এবং রাজ্য বিদ্য়ুৎ পর্ষদের কাছে অনুরোধ করা হবে।
এদিন উদ্যোক্তাদের নিয়ে পুজোর বৈঠকে বসেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই বিজেপিকে বিঁধেছেন তিনি। তিনি বলেন, 'অনেকে বড় বড় কথা বলেন। কলকাতায় দু্র্গা পুজো হয় না। সরস্বতী পুজো হয় না। আমি বলছি, এমন পুজো কোথাও হয় না। এখানে এক বছর ধরে পরিকল্পনা হয়। কে স্বেচ্ছাসেবী হবেন, কে ফল কাটবেন, সব পরিকল্পনা করে রাখা হয়। এখন থিমের পুজো। কোন ক্লাব কাকে দিয়ে পুজো করাবে, সে সব নিয়েও এক বছর ধরে পরিকল্পনা চলে'।
আরও পড়ুন: দুর্গাপুজোয় ১০ দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
একইসঙ্গে তিনি বলেন, 'রাজ্যে ৪৩ হাজার পুজো কমিটির নাম নথিভুক্ত রয়েছে। তা ছাড়াও রয়েছে বাড়ির পুজো। পল্লির পুজো। আজকাল মেয়েদেরও ভালো পুজো হয়। পুলিশ, বড় ক্লাবগুলির কাছে আমি গ্রেটফুল। তারা মহিলাদের ও ছোট ক্লাবগুলিকে সাহায্য করে। এ বার পুজো কি দুরন্ত হবে, নাকি দুর্দান্ত! সেই পরিকল্পনাও তৈরি করতে হবে।'