দুর্গাপুজোয় ১০ দিনের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। মোট ১০ দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, "এবার পুজোয় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। কালীপুজোয় ২ দিন ছুটি থাকবে।" কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। তাই এবার কলকাতায় এক মাস আগেই শুরু হয়ে যাচ্ছে দুর্গোৎসব। এবার ১ সেপ্টেম্বর একটি শোভাযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার মায়ের আগমনে মিছিল করা হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ওই শোভাযাত্রা শুরু হবে। বিশ্বকবির বাড়ি থেকে ওই মিছিল শুরু হবে। সেদিন দুপুর একটার মধ্যে সরকারি অফিসের ছুটি দিয়ে দেওযা হবে। পাশাপাশি স্কুলগুলিরও যাতে ওই দিন ১২টার মধ্যে ছুটি হয়ে যায়, তারও ব্যবস্থা করবে।
আরও পড়ুন: বাড়ল ১০ হাজার টাকা, ৪৩ হাজার কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শোভাযাত্রা নিয়ে তিনি বলেন, “মিছিলে আমরা জমায়েত হব দুটোয়। দুটোয় জমায়েত হতে গেলে একটা থেকে আপনাদের বেরোতে হবে। ক্লাব থেকে যাঁরা আসবেন, একটু খাবার দিয়ে দেবেন। যেহেতু ১ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হচ্ছে, এটি (দুর্গাপুজোকে) গৌরবান্বিত করার জন্য, যাঁরা অফিসে কাজ করেন, তাঁদের একটু বলে দেওয়া, যাতে তাঁরা একটার মধ্যে ছুটি পেতে পারেন। তাহলে, তাঁরা মিছিলটায় সামিল হতে পারেন।”