রাজ্যে প্রাক-ভোটের মরশুমে পুজো কমিটি গুলির জন্য ১ লক্ষ টাকা অনুদান। এক বছর আগেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে এবার ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। বিদ্যুতের বিলের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৭৫ শতাংশ।
উল্টোরথের দিন থেকেই প্রথা মেনে শুরু হয়ে গিয়েছে ঠাকুরের বায়নার কাজ। এরপরেও এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে পুজোর। তারমধ্যেই এদিন নেতাজি ইন্ডোরে রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, চমক দিতে গিয়ে রাস্তা বন্ধ করে পুজো করা চলবে না। আর এই বিষয়টি দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। এবার তিনি উল্লেখ করেছেন শ্রীভূমির নাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোয় মানুষ ঠাকুর দেখতে বেড়ান। ফলে রাস্তা ফাঁকা রাখতে হবে। এমন পুজো করা চলবে না, যেখানে মানুষকে বিপদে পড়তে হয়।
চলতি বছর ৮ অক্টোবর ষষ্ঠী। ১৫ অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল। এদিন তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জেলায় কবে হবে কার্নিভাল, তা জেলাপ্রশাসনকে স্থির করার জন্য বলেছেন তিনি। অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পুজো কর্তারা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার গরীবের সরকার। এবারও বাংলাকে বাজেটে বঞ্চনা সামনেই পড়তে হয়েছে। কিন্তু পুজোর মতো উৎসব তাঁর কাছে সবসময় অগ্রাধিকার। তাই পুজো কমিটি গুলির পাশে রাজ্য ছিল এবং থাকবে।