শহিদ দিবসের মঞ্চে এসেই বিজেপিকে সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর দাবি, "মানুষের বৃষ্টি চব্বিশে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।" তৃণমূল নেত্রীর দাবি, "ওদের মেরুদন্ড ব্য়াকা। আমাদের সোজা।"
তৃণমূল নেত্রী বলেন, "মানুষের এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের লড়বার ক্ষমতা আছে। ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড ব্যাঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই। অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি।"
আরও পড়ুন: ধর্মতলায় তৃণমূলের সমাবেশ, ভিড় সামলাতে নিরাপত্তা বাড়ল মেট্রো রেলে
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের মেরুদণ্ড সোজা। আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।"