রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সবাই খারাপ, ওরা একা ভাল। বাংলার নামে বদনাম করা ওদের কাজ।" মহালয়ার দিন নিজের গানের সিডি রিলিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রকাশিত হল জাগো বাংলার উৎসব সংখ্যা। সেই মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "তৃণমূল দেখলেই হল। জাগো বাংলা দেখলেই হল। আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। একসময় দিল্লিতে গিয়ে লজ্জাবোধ করতাম। বাংলার নামে বদনাম করলে আমার রাগ হয়। বাংলার কারও নামে অসম্মান করলে আমার রাগ হয়। সে রাজনৈতিক দলই হোক, আর যে যেখানেই থাকুন না কেন।"
আরও পড়ুন: চেতলায় প্রতিমার চক্ষুদান, মহালয়ায় ২৫০-এর বেশি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, "যারা দিল্লিতে বসে আছেন, ওটা দিল্লিকা লাড্ডু। মনে রাখবেন, তাদের মাথার উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো নানারকম এজেন্সি বসে আছে। চোখেতে কেউ দেখতে পায় না। অবসান হোক। মা সবাইকে শক্তি দিক লড়াই করার।" তিনি বলেন, "আমি ইদানিং লক্ষ্য করছি, যদি একটা নিজস্ব মতামতও দি, সেখানেও নানারকম বিকৃতি কথা বলা হচ্ছে।"