দিদি-মোদীর সেটিং। দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই অভিযোগেই রাজ্যে সরব বামেরা। রবিবার বেহালায় প্রাক-স্বাধীনতার অনুষ্ঠান থেকে বামেদের সেই জবাব ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী ও রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর পাল্টা প্রশ্ন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গেলে সেটিং হয় না ? তাঁর দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে যেতে হয়। রাজ্যের পাওনা নিয়ে কথা বলতে যেতে হয়।
বদলা নয়, বদল চান। রাজ্যে সরকার বদলের পর এই স্লোগান তুলেছিলেন তিনি। এদিনও তৃণমূল নেত্রী জানান, এই স্লোগানে এখনও তিনি বিশ্বাস করেন। কিন্তু যে ভাবে তাঁকে এবং তাঁর সরকারকে মিথ্যা অভিযোগে কলুষিত করার চেষ্টা চলছে, তাতে যে কোনও দিন আস্তিন থেকে তিনিও তাস বার করতে পারেন বলে এদিনও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বামেদের থেকেও এদিন বেহালায় মমতার আক্রমণের তীব্রতা ছিল বিজেপির দিকেই। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও সরকার ফেলার ছক কষেছিল বিজেপি। আর তা রুখে দিয়েছে বাংলার পুলিশ। তাই চোর ধরার ইনাম হিসাবেই তাঁর রাজ্য়ের আট পুলিশ অফিসারকে দিল্লিতে তলব করেছে ইডি। তৃণমূল নেত্রীর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরি করেছে বিজেপি। কারণ, তারা চায় ২০২৪ সালের লোকসভা ভোটের আগে প্রতিটি বিরোধী শক্তি ভেঙে দিতে। কিন্তু তিনি তা হতে দেবেন না বলেও এদিন স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী।
বিহারের উদাহরণ তুলে মমতার দাবি, আগামী লোকসভা ভোটে দেশের প্রতিটি কোণায় হারবে বিজেপি। আর তার জন্য প্রতি রাজ্য়ে বিরোধীদের জেলে ভরা হচ্ছে। এদিন মমতার হুঙ্কার, কতজনকে গ্রেফতার করবে ? তাঁরাই এরপর জেলে ভরে দেবেন।