শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার আরও কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কারা গায়ের জোরে তৃণমূলের বদনাম করছে, তার তালিকা তৈরি করে রাখা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় যদি চোর হয়, তা হলে আদালত তার বিচার করবে। বিরোধীদের কটাক্ষ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের সবাই চোর, ওরা সাধু!
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরাও লিস্ট করে রাখছি। কারা অ্যারেস্ট করছে। কারা হ্যারাস করছে। কারা দুষ্টুমি করছে। কারা গায়ের জোরে অ্যারেস্ট করে বদনাম করছে। পার্থ যদি চোর হয়, আইন তাকে বিচার করবে। কিন্তু মনে রাখবেন, পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকও চোর, মমতাও চোর। রেড রোডও চোর, মেয়ো রোডও চোর। সবাই চোর। আর আপনারা সাধু!"
আরও পড়ুন: কত চাকরি হয়েছে! নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এ বছর জেরবার শাসক দল তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সম্পত্তি বৃদ্ধি নিয়ে রাজ্যের তিন মন্ত্রীর নামে মামলা হয়েছে। তালিকায় আছেন ফিরহাদ হাকিম, অরূপ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিক। কয়লা কেলেঙ্কারি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। সব মিলিয়েই এদিন কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।