SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) কটাক্ষ করেন তিনি। এদিন নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের বিরুদ্ধে নাম না করে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, "এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পার। তা শুধরে নিতে হবে। বেকারদের আমরা চাকরি দেব। তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নিতে হবে।"
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যে দাদামণি চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে! সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, হয়ে উত্তর দিনাজপুর। পুরুলিয়া জেলায় চাকরি দেননি, বঞ্চিত করেছেন। আমার বাড়িতে এসেছিলেন, চাকরি দিয়েছিলাম।"
আরও পড়ুন: কলকাতায় হাজিরা এড়ালেন নূপুর শর্মা, পুলিশের থেকে সময় চাইলেন আরও এক মাস
এএসসি দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে তৎকালীন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থকে জেরা করেছে সিবিআই। তাঁর জমানায় শিক্ষা দফতরে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এবার সেই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
পাল্টা অভিযোগ শুভেন্দুর। বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী সংবিধান ভাঙছেন। আদালতের নির্দেশে নেতা-মন্ত্রীদের সিবিআই ডাকছে। বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে বলেই চাকরি যাচ্ছে। তাঁদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।