দেশের জন্য লড়াই করবে বিরোধী জোট INDIA। সাম্প্রদায়িক হিংসা, বেকারত্বের জন্য লড়বে INDIA। আরও একবার বিরোধী জোট নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, দেশের কথা বলছে না বিরোধী জোট। দিল্লি দখল করার ডাক দিয়েছে। দিল্লি তো ভারত নয়।এরই উত্তরে তিনি বলেন, "এই দেশ আমাদের মাতৃভূমি। এই জোট দেশকে বাঁচানোর জোট। সাম্প্রদায়িক হিংসা, দুর্ঘটনা, বেকারত্ব থেকে দেশকে বাঁচানোর জোট।"
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে EVM হ্যাক করার চেষ্টা করছে বিজেপি, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
NDA জোটকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বর্তমানে NDA-র কোনও গুরুত্ব নেই। কতবছর বৈঠকই হয় না তাদের। যারা ছিল, সবাই NDA ছেড়েছে। আমাদের INDIA জোট নতুন হয়েছে। গোটা দেশে আমাদের অস্তিত্ব আছে। INDIA জোট অবশ্যই সরকার গড়বে। দিল্লি রাজধানী। দিল্লিতেই সংসদ ভবন। কী ভেবে বলা হয়েছে জানি না। কিন্তু ঠিকই বলেছি আমরা।"