রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে গানের তালে তালে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসী নৃত্যশিল্পীদের হাত ধরে বেশ খানিকক্ষণ পা মেলাতে দেখা গেল মমতাকে। আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও (Birbaha hasda)।
অতিমারী পেরিয়ে দীর্ঘ দু'বছর পর রেড রোডে ফিরল দর্শক, নাচে গানে ট্যাবলোতে জমে উঠল উদযাপন। আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ সম্মানেও সম্মানিত করা হয়। রেড রোডের কুচকাওয়াজে শামিল করা হয় দুর্গাপুজোর ট্যাবলো। একই সঙ্গে ট্যাবলো প্রদর্শনের সময় মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় স্তোত্রপাঠও।