ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ মার্চ দুদিন মুখ্যমন্ত্রী হিসেবেই ধরনায় বসবেন তিনি। কেন্দ্রের থেকে প্রাপ্য না পাওয়ায় আম্বেদকর মূর্তির সামনে ধরনা করবেন মুখ্যমন্ত্রী।
এদিন পুরী যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৯ মার্চ, দুপুর ১২টায় আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবেন তিনি। ৩০ মার্চ, সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরনা চলবে। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের থেকে আবাসের টাকা, রাস্তার টাকা, ১০০ দিনের কাজের টাকা রাজ্য পায়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার পরেও বাংলা কেন বঞ্চনার শিকার হবে, তা নিয়ে প্রতিবাদ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।