প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র আকস্মিক প্রয়াণে (Singer KK died in Kolkata) স্তব্ধ গোটা দেশ। তাঁর লক্ষ লক্ষ অনুরাগীরা ভেঙে পড়েছেন কান্নায়। সোশ্যাল মিডিয়াজুড়ে তৈরি হয়েছে প্রিয়জন হারানোর বিষাদ। শিল্পীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন দেশের অসংখ্য সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Tweet)। শিল্পীর পরিবারকে সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee tweeted on KK)। সেই সঙ্গে জানিয়েছেন দমদমে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত বলিউড শিল্পীকে। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা থেকে শিল্পীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ করছে তাঁর প্রশাসন।
আরও পড়ুন: কেকে-র অকালপ্রয়াণে শোকস্তব্ধ দেশ, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বুধবার বাঁকুড়ার কর্মিসভা থেকে মমতা বলেন, "কেকে-র স্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি ফোনে। আমি চেষ্টা করছি অন্তত যদি শেষবার দেখা দেখা যায়। অন্তত যদি আবহাওয়া ঠিকঠাক থাকে। অন্ডাল থেকে বিমানে করে দমদম যাব। সেখানে আমরা তাঁর স্মৃতির উদ্দেশে পুলিশকে দিয়ে গান স্যালুট করাব।"
তাঁর টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী লেখেন, "বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল প্রয়াণে আমরা সকলে হতবাক ও মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল (মঙ্গলবার) রাত থেকে কাজ করছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, আচার-অনুষ্ঠান মেনে সবকিছু সম্পন্ন হয়। শিল্পীর পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর পরিবারকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।"
প্রসঙ্গত, কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাওয়ার পর হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই, কেকে-র স্ত্রী এবং পুত্র কলকাতায় পৌঁছে গিয়েছেন।