রাজ্যে ডেঙ্গিতে মৃত ১১। বুধবার বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ এবং বেসরকারি হাসপাতালে ৫ জন মারা গিয়েছে বলে উল্লেখ্য রয়েছে বিবৃতিতে। চলতি বছরে রাজ্যে ডেঙ্গির প্রভাব বাড়ার কথা মেনে নিয়েও মুখ্যমন্ত্রীর দাবি, শীত পড়লেই কমবে ডেঙ্গির প্রকোপ।
বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, গত দু’বছর করোনার কারণে কমেছিল ডেঙ্গি। কিন্তু চলতি বছরে ডেঙ্গির প্রকোপ বেড়েছে বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখনও তা রাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং হুগলিতে ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করেছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি এদিন জানিয়েছেন, পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতর স্বাস্থ্য দফতরের সঙ্গে ডেঙ্গি মোকাবিলায় হাত মিলিয়ে কাজ করছে।
আরও পড়ুন- Aindrila Sharma-Mir Afsar Ali: গল্পের নতুন এপিসোড ঐন্দ্রিলাকেই উৎসর্গ করলেন শোকবিহ্বল মীর
দলের সমস্ত বিধায়ককে ডেঙ্গি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। আগামী একমাস এই কাজে কোনও শিথিলতা বরদাস্ত হবে না বলেও স্পষ্ট করেন তিনি। তবে ডেঙ্গি প্রসঙ্গেও এদিন বিরোধীদের বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ডেঙ্গি সম্পর্কে সব তথ্য সরকারকে তুলে দেওয়া হয় না।