আইন আইনের পথেই চলবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে গিয়ে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, একজন জেলে আছেন। তাই এই ব্য়াপারে তিনি মন্তব্য করবেন না। আইন আইনের পথেই চলবে।
শিক্ষক নিয়োগ দুর্নীত মামলায় গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। তারপরেই মন্ত্রিত্ব হারান তিনি। একইসঙ্গে তাঁকে সরানো হয় দলের পদ থেকেও। পার্থর গ্রেফতারির কয়েকদিন পরেই ওই এলাকায় গেলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিন রাজনৈতিক মহলের আগ্রহ ছিল, পার্থর বদলে কাকে সংগঠনের দায়িত্ব দেন মমতা। কিন্তু এই ব্যাপারে প্রকাশ্য সভায় কোনও মন্তব্য করেননি তৃণমূল নেত্রী। এদিনও আগাগোড়া বিজেপির সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও সরকার ফেলার কৌশল সাজিয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য পুলিশের সৌজন্যে ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত হয়েছে।