আড়াই বছর পর যান চলাচল শুরু টালা ব্রিজ। পোশাকি নাম হেমন্ত সেতু। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুজোর পাশাপাশি বহু প্রতীক্ষীত টালা ব্রিজের উদ্বোধন করেন তিনি। প্রথম এক সপ্তাহ ছোট যান চলাচল করবে। পরে বড় যান চলবে।
এবার থেকে আর বরানগর বা সিঁথির মোড় আসতে আর বেলগাছিয়া ব্রিজের যানজট পেরোতে হবে না। পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজ্য। এই সেতু খুলে যাওয়ায় উত্তর কলকাতায় পুজোতে যানজট অনেকটাই কমবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই ব্রিজ তৈরি হওয়ায় অনেকটাই মজবুত হয়েছে।
আরও পড়ুন: সেন্ট জেভিয়ার্সের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হল অজয়নগরে
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শুভ শারদীয়া। টালা ব্রিজ হয়ে যাওয়া মানে বড় প্রাপ্তি। উত্তর কলকাতার মানুষের। কথায় কথায় অতীন আগে উত্তর আর দক্ষিণ করছিল। যখন উত্তরকে করে দিয়েছি, তখন তো আর উত্তর-দক্ষিণ করো না বাবা। আমাদের কাছে উত্তর-দক্ষিণ কিছু নেই। আমার কাছে সব একই।"