বৃহস্পতিবার ৪৭ তম কলকাতা আর্ন্তজাতিক বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে গাওয়া হল রাজ্য সঙ্গীত।
কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত আলেক্স এলিস, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দেরা। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্যও উপস্থিত ছিলেন।
Mimi-Nussrat: 'এখনও ভালবাসি', মিমির সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতে চান নুসরত
এবারের বইমেলায় ছোট, বড়, মাঝারি প্রকাশক ও লিটল ম্যাগাজিনের টেবিল মিলিয়ে মোট স্টলের সংখ্যা এক হাজার। ৪৭ তম কলকাতা আর্ন্তজাতিক বইমেলার থিম কান্ট্রি যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। মেলায় অংশগ্রহণ করছে ভারতের প্রতিটি রাজ্য এবং মোট কুড়িটি দেশ। মেলার বিশেষ আকর্ষণ বাংলাদেশ প্যাভিলয়ন৷ বাংলাদেশের ৫০টি প্রকাশনা আসছে বইমেলায়। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলায় থাকছে নটি প্রবেশদ্বার।