রাজ্যবাসীর জন্য সুখবর। সোমবার কলকাতা সহ রাজ্যে 'সুফল বাংলা'-এর(Sufal Bangla Outlets) আরও ১৫০টি নতুন আউটলেটের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। পাশাপাশি, সুফল বাংলার ৫০টি ভ্রাম্যমান গাড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, 'সুফল বাংলা'-এর নতুন ভ্রাম্যমান স্টলের সঙ্গে চারটি মিনি হাবেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। বাঁকুড়ার ওন্দা, জলপাইগুড়ি-ধুপগুড়ি, ময়নাগুড়ি এবং পুরুলিয়ার বলরামপুরে এই মিনি হাবগুলি গড়ে উঠেছে। নতুন ১৫০টি আউটলেটের(Sufal Bangla New Outlets) মধ্যে ১০০টি রয়েছে কলকাতা পুরসভা এলাকায়। বাকি ৫০টির মধ্যে ২৫টি শিলিগুড়ি এবং ২৫টি আসানসোল- দুর্গাপুর মিউনিসিপালিটি অঞ্চলে গড়ে তোলা হয়েছে বলেই খবর নবান্ন সূত্রে। এছাড়া সোমবার দুটি এগ্রিগেশন হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের কাঁকসা এবং শিলিগুড়ির শালবাড়ি কৃষক বাজারে গড়ে উঠেছে এই হাব।
আরও পড়ুন- WB Weather Update: উধাও শীত, বাড়ছে তাপমাত্রা! সকালে তিলোত্তমায় ঘন কুয়াশা, দিনভর কেমন থাকবে আবহাওয়া?
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর সুফল বাংলা কর্মসূচির উদ্যোগ নেয় রাজ্য সরকার। প্রাথমিকভাবে ১৪ টি ভ্রাম্যমান সুফল বাংলা গাড়ি নিয়ে শুরু হয় এই পরিষেবা। নবান্ন সূত্রে খবর, এই সুফল বাংলার মাধ্যমে কৃষকদের থেকে সরাসরি শাকসবজি-ফল এবং অন্যান্য কৃষিজাত পণ্য কিনে বাজারদামে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন তিন লক্ষ উপভোক্তা সরাসরি উপকৃত হন বলেই দাবি রাজ্যের।