দুর্নীতিকে সমর্থন নয়। দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। কিন্তু এই আক্রমণের তীব্র নিন্দা করি। ভোগ করার জন্য রাজনীতি নয়। বঙ্গবিভূষণ মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বঙ্গভূষণ মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হুমকির কাছে মাথানত করব না। আর যদি কেউ অন্যায় করে থাকে, আদালতে প্রমাণিত হয়ে থাকে, তার দায়িত্ব সে নিজে নেবে। গর্ভমেন্টও এর সঙ্গে রিলেটেড নয়। পার্টির সঙ্গেও কোনও সম্পর্ক নেই। কোনও সম্পর্ক নেই। না পার্টি না সরকার। কিছু মিডিয়া নিজের মতো দেখিয়ে যাচ্ছে।"
আরও পড়ুন: রবিবারের নির্দেশের কিছু অংশ মুছতে হাইকোর্টে পার্থর আইনজীবী
তাঁর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি একটা প্যান্ডেলে গেছি। উদ্বোধনে। আমি কী করে জানব, কে আছে এখানে। যদি কেউ খারাপ কাজ করে, বিচারে তাকে যতরকমের শাস্তি দিক না কেন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। আমরা কোনও রকম সাপোর্ট দেব না। পরিষ্কার কথা। আমি জীবনে যা করিনি, তা আমি করব না। কিন্তু কেউ যদি মনে করে, এই ভাবে আপনারা আমার সম্মানহানি করেন, এবং করবেন, জেনে রাখবেন, আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর।"