রবিবার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিট অফ জিউরিডিক্যাল সায়েন্সেস-এর ১৪ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)। সেই অনুষ্ঠানেই বিচারপতি ললিতের সঙ্গে সাক্ষাৎ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। মিডিয়া ট্রায়ালকে লক্ষ্য করে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতেও বলেছেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী মিডিয়া ট্রায়ালের উপর ক্ষোভ উগরে দিয়ে জানান, ‘মানুষ আশাহত হলে বিচারব্যবস্থার দ্বারস্থ হয়। কিন্তু, বর্তমানে এখন আদালত রায় দেওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। মিডিয়া বিচারব্যবস্থাকে গাইড করছে। এটা হতে পারে না। মিডিয়া বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে না।’ পাশাপাশি তিনি আরও বলেন, 'আমাদের সম্মানই আমাদের সব, ওটা কেউ লুঠ করতে চাইলে আর কিছুই পড়ে থাকে না। '
এদিকে প্রধান বিচারপতি ললিতের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। ললিত স্তুতি করে মমতা বলেন, 'নতুন দায়িত্ব নেওয়ার পর ললিতজি দেখিয়ে দিয়েছেন বিচারব্যবস্থাকে কী করে চালাতে হয়। তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র দু’মাস। উনি অবসর নিচ্ছেন পরের মাসেই। কিন্তু তার মধ্যেই বিচারব্যস্থার প্রতি নতুন করে মানুষের আশা ফিরেয়ে এনেছেন। '