বৃহস্পতিবার রাজ্য জুড়ে দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল। মূল পদযাত্রা হবে কলকাতায়। এর ফলে একাধিক রাস্তা সাময়িকভাবে বন্ধ থাকবে। দুপুর ২টোর সময় জোড়াসাঁকো থেকে শুরু হবে পদযাত্রা। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ওই পদযাত্রা শেষ হবে রেড রোডে। উল্লেখ্য, দলমত নির্বিশেষে সেই পদযাত্রায় সকলকে যোগ দেওয়া আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মিছিলে হাঁটবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শহরের পুজো উদ্যোক্তারা অংশ নেবেন। পড়ুয়াদেরও এই মিছিলে অংশ হতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে মিছিল শেষ হবে রেড রোডে। এর ফলে বৃহস্পতিবার শহরের বেশকিছু রাস্তা বন্ধ থাকবে। উত্তর কলকাতায় যেতে হলে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড ধরতে হবে। স্ট্র্যান্ড রোডে বৃহস্পতিবার পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। বৃহস্পতিবার ২৪ ঘণ্টা বন্ধ থাকবে রেড রোড। হাওড়া যেতে হলে বাস ধরবে স্ট্র্যান্ড রোড । শিয়ালদহগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে।
আরও পড়ুন- Mamata Banerjee:'নতুন প্রজন্ম তৈরি করে যাচ্ছি', মমতার মুখে কি 'ভাইপোর অভিষেকের' ইঙ্গিত?
এই 'রঙিন' মিছিলে হাটবেন সাধারণ কলকাতাবাসী। রঙ-বেরঙের জামাকাপড় পরে পুজো উদ্যোক্তারা মিছিল করবেন। কালো পোশাক-কালো ছাতা নেওয়া যাবে না বলে আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি, নবান্নের গাইডলাইন মোতাবেক পদযাত্রায় লক্ষ্মীর ভান্ডারের ৫০০ থেকে ৭৫০ জন মহিলা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। তবে শুধু লক্ষ্মীর ভান্ডারের মহিলারাই নয়, জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরাও ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সকলের জন্য রইল আমন্ত্রণ। দলমত নির্বিশেষে পায়ে পায়ে পা মেলাবেন, ঢাকের সঙ্গে, ধামসার সঙ্গে, শঙ্খের সঙ্গে, সর্ব ধর্ম, সর্ব বর্ণ, সর্ব জাতি সকলকে আমন্ত্রণ জানাব। কারণ ধর্ম যার যার, উৎসব সবার।’’