পুজোর আগে আশাকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। জেলার আশাকর্মীদেরও বোনাস বাড়বে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়ায় পুজো মণ্ডপের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানান, কলকাতার পাশাপাশি জেলার আশাকর্মীরাও এবার সমান বোনাস পাবেন।
এতদিন কলকাতা ও জেলার আশাকর্মীদের বোনাসে সামান্য বৈষম্য ছিল। সেই বৈষম্য মুছে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মুখ্যসচিব জানেন কিনা, জানি না। অমিত মিত্র এখনই জানালেন। আমি আলোচনা করে নিলাম। আশাকর্মীরা কলকাতায় যারা কাজ করেন, তারা সাড়ে চার হাজার টাকা মতো পুজোর বোনাস পান। কিন্তু জেলার আশাকর্মীরা আড়াই হাজার টাকা বোনাস পান। এটা আমরা সমান করে দিলাম। গ্রামের আশাকর্মীরাও সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন। "
আরও পড়ুন: অপসারিত সুবীরেশ ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ওমপ্রকাশ মিশ্র
তৃতীয়াতেও একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বোধন করেন সুরুচি সঙ্ঘ, আলিপুর বডিগার্ড লাইন, চক্রবেড়িয়া, স্বাধীন সঙ্ঘ, ভবানীপুর ৭৫ পল্লী সহ একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।