মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সম্পত্তি গত কয়েকবছরে কয়েকগুণ বেড়েছে। কীভাবে বাড়ল এত সম্পত্তি! সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সরকারি জমি দখল করারও অভিযোগ উঠেছে। এবার সেই মামলা নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, তিনি নিজে এই নিয়ে মুখ্যসচিবকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও স্থাবর বা অস্থাবর সম্পত্তি, কীসব বুঝিও না। বোঝবার প্রয়োজন পড়েনি কোনও দিন। আমরা সরকারের জায়গা দখল করে, আমি বা আমার পরিবারের কেউ বসে আছি। পরিবারের কে কোথায় আছে, আমি জানি না। তাদেরটা তারা, তাদের প্রমাণ গ্রহণ করবেন। আমার নিজের জানা নেই। আমরা যে এরিয়াটাতে থাকি, সবাই বড় বড় হয়ে গিয়েছে। তাদের ছেলেমেয়ে হয়ে গিয়েছে। বড় ফ্যামিলি। সেই এলাকাটা হচ্ছে রাণি রাসমণির জায়গা। আমরা প্রত্যেকেই ঠিকা। ঠিকা প্রজা, নিজস্ব জমিও নয়।"
আরও পড়ুন: চলল জলকামান, ফাটল কাঁদানে গ্যাস, বর্ধমানের কার্জন গেটে বামেদের আইন অমান্যতে ধুন্ধুমার
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলেছি মুখ্যসচিবকে দায়িত্ব দিয়ে। জমিসচিব, অর্থসচিবকেও সঙ্গে রেখেছি। আমি দেখেছি, কোনও একটা চ্যানেল বলেছে। কেউ কেউ এগুলো নিয়ে আলোচনা করছে টিভিতে। আমার জানা নেই। যদি আপনারা তদন্ত করে দেখেন, আমি সরকারের থেকে কোনও জমি নিয়েছি, বা কিছু করেছি, বা কাউকে পাইয়ে দিয়েছি, আমি আপনাদের বলব, ইমিডিয়েট তদন্ত করে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন।"