তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। চুম্বকে এটাই বুধবার দিদি নম্বর ওয়ানের শুটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার মধ্যেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হল এই রিয়ালিটি শোয়ের শুটিং। যেখানে প্রতিযোগি নন, বিশেষ অতিথি হিসাবেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রচনা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়ালিটি শো-তে প্রতিযোগি হিসাবে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। শুটিং শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব ভাল প্রোগাম হয়েছে।
এদিন দুপুরে হাওড়ায় শুটিং যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে থেকেই শুটিং ফ্লোরের বাইরে-ভিতরে ছিল কড়া নিরাপত্তা। গল্প, রসিকতা এবং আড্ডার মেজাজে শুট করেছেন মমতা। ফাঁকে ফাঁকেই গল্প করেছেন ডোনা এবং অরুন্ধতী-শ্রীরাধার সঙ্গেও।