রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আলিপুরের আইনজীবীর বাড়ি তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, ওই আইনজীবী সঞ্জয় বসুকে নিজের আইনজীবী হিসাবেও পরিচয় দেন তিনি। সঞ্জয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, ওই আইনজীবীর বাড়ি থেকে কিছুই খুঁজে পাননি তদন্তকারীরা।
বুধবার কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি কেন্দ্রীয় তদন্তকারীদের তালিকায় ছিল আলিপুরের ওই আইনজীবীর আবাসনও। সকাল থেকেই দফায় দফায় তাঁর বাড়িতে তল্লাশি চলে বলে খবর। এমনকি, আবাসনের সামনে কলকাতা পুলিশের একটি বড় দলও মোতায়েন করা হয়। বুধবারের পর সেই অভিযান বৃহস্পতিবারেও অব্যাহত রয়েছে বলেই খবর।
আরও পড়ুন- Todays Gold And Silver Rate: লক্ষ্মীবারেও হাত পুড়ছে সোনায়, কমল রুপোর দাম, কলকাতায় আজকের দর কত?