ত্রিপুরা-মেঘালয়ে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে দল। সাগরদিঘি উপনির্বাচনে হার আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দলের শীর্ষ ও সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের এই বৈঠকে কী বার্তা দেবেন নেত্রী, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
শুক্রবারই রাজ্যে আসছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর সঙ্গেও বৈঠক আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার দলের শীর্ষনেতারা জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখবেন, তারও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মাপকাঠিও ঠিক করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
মুর্শিদাবাদের সাগরদিঘি নির্বাচনে হারের পর একটি কমিটি তৈরি করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটি দলকে রিপোর্টও পাঠিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব মনে করছেন, সংখ্যালঘুরা মুখ ফেরানো সাগরদিঘির হারের নেপথ্য কারণ নয়। এর পিছনে অন্তর্ঘাত রয়েছে। জেলাস্তরেও এই নিয়ে আলাদা বৈঠক হয়েছে। আগামী দিনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কীভাবে ভোটার ধরে রাখতে এগোতে হবে, তারও দিকনির্দেশ দিতে পারেন তৃণমূল।
পঞ্চায়েতের আগে তৃণমূল কংগ্রেসের কাঁটা নিয়োগ দুর্নীতি। একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। শুক্রবার কালীঘাটের বৈঠকে তা নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে পারে তৃণমূল।