গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ জানুয়ারি কলকাতা থেকে সাগরের উদ্দেশে রওনা হবেন তিনি। প্রস্তুতি খতিয়ে দেখবেন। পাশাপাশি যেতে পারেন কপিলমুনির আশ্রমও। ৬ জানুয়ারি ফের কলকাতা ফিরবেন মখ্যমন্ত্রী।
সূত্রের খবর, নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে এই নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তা থেকে জেলা সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। আগামী ১৪ জানুয়ারি, পৌষ সংক্রান্তিতে পুন্যতিথিতে সাগরদীপে যাবেন লক্ষ লক্ষ পুন্যার্থী। এবার কুম্ভমেলা না থাকায় রেকর্ড ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের।
আরও পড়ুন: তৃতীয় নোটিসে সাড়া, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ পুলিশের
গত ২১ ডিসেম্বর নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কোভিড সংক্রমণ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরই মধ্যে কোভিড সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ৮-১৫ জানুয়ারি সাগরদ্বীপে চলবে গঙ্গাসাগর মেলা। তার আগে তাই নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।