বিরোধী জোট 'ইন্ডিয়া'-র মণিপুর সফর শেষে টুইট করে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে জানান, মণিপুরের পরিস্থিতি জেনে তিনি ব্যথিত। মণিপুর সরকার নীরব থাকলেও, ইন্ডিয়া জোটের দলগুলি তাঁদের পাশে আছে।
রবিবার সন্ধ্যায় টুইট করেন তৃণমূল নেত্রী। তিনি লেখেন, মণিপুরের হৃদয় বিদারক নানা ঘটনায় মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে যারা ক্ষমতায় আছে, তারা নীরব। কিন্তু INDIA জোট এই ক্ষতের মধ্যে মানবিকতার শিখা জ্বালাবে।
জাতিদাঙ্গায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর। সংসদের বাদল অধিবেশনে বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলগুলি। INDIA জোটের ২০ জনের প্রতিনিধি দল মণিপুর যান। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয় প্রতিনিধি দল। সেই স্মারকলিপিতে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করা হয়েছে। এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন প্রতিনিধি দলের।