বৃহস্পতিবার একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। তার আগে, বুধবার ধর্মতলায় সভাস্থলে ঘুরে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তাঁর সঙ্গেই ছিলেন শাসক দলের বেশ কয়েকজন সাংসদ-বিধায়ক। মূলত, তাঁদের সঙ্গে কথা বলেই সভার প্রস্তুতির খোঁজ নেন নেত্রী।
ফি বছর ২১ জুলাইয়ের সমাবেশের আগের দিন সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করে থাকেন তৃণমূলনেত্রী। এ বারও সেই রেওয়াজ মেনে বুধবার বিকাল সাড়ে ৫টা নাগাদ ২১ জুলাইয়ের মঞ্চের সামনে আসেন তিনি। তবে মূল মঞ্চের উপরে বা ব্যাকস্টেজে যাননি মমতা। বেন্টিঙ্ক স্ট্রিটের রাস্তায় চেয়ার পেতে অরূপ, ফিরহাদ, সুদীপদের সঙ্গে বসে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘‘সকলকে বলব, শান্ত ভাবে, সুন্দর ভাবে, শৃঙ্খলা রেখে মিছিল করে আসতে। তার পর মিটিং শেষে আবার শান্ত ভাবে বাড়ি ফিরে যেতে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় জোরে চালাবেন না। কোনও জেলায় কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করবেন।’’
তৃণমূল নেত্রী জানান, জায়গাটা তো বদলাতে পারবেন না। কারণ, ঘটনাটা এখানেই ঘটেছিল। তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। একটু ভিড় হবে। একটা দিনের জন্য যেন একটু কষ্ট সহ্য করে নেন। তিনি জানান, গত দু’বছর কোভি়ডের জন্য সমাবেশ করতে পারেননি। এ বছর করছেন। শহরবাসীর কোনও অসুবিধা হলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।’