রিয়াল মাদ্রিদের (Real Madrid)ঘরের মাঠে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীরা । এদিন, ঘুরে দেখলেন রিয়াল মাদ্রিদ ক্লাবের অন্দরমহল । স্টেডিয়ামেও বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে । শনিবার স্পেন সফরে ছিল তাঁর হলিডে টাইম । কিন্তু, এদিনও ছুটিতে নয়, কাজেই কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
শনিবার রিয়াল মাদ্রিদ ক্লাবের অন্দরে ট্রফি ক্যাবিনেট ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । ক্লাব কর্তাদের সঙ্গে দেখা করেন । কথা বলেন তাঁরা । সবসময়ই সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । রিয়ালের নতুন স্টেডিয়াম সান্তিয়াগোতেও কিছুক্ষণ সময় কাটালেন তাঁরা । রিয়ালের ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখলেন তিনি ।
আরও পড়ুন, Mamata Banerjee : প্রবাসীদের সঙ্গে ঘরোয়া আড্ডা, আজই রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যাবেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলা ফুটবল অ্যাকাডেমি নিয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে । লা লিগা কলকাতায় অ্যাকাডেমি করলে তিন প্রধান ক্লাবের হয়ে লিগে খেলতে পারবে বাংলার তরুণ প্রতিভারা ।