পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক হবে কলকাতা থেকেই। কালীঘাটের বৈঠকে দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পঞ্চায়েতে প্রার্থী নিয়ে অনেক নেতা-বিধায়ক নিশ্চয়তা দিচ্ছেন। এসব তৃণমূলে চলবে না, কালীঘাটের বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।
শুক্রবার কালীঘাটের সাংগঠনিক বৈঠকে প্রবীণ ও নবীনদের সমন্বয় করে চলার বার্তাও দেন তৃণমূল নেত্রী। প্রবীণরা যে অসহায়, সম্বলহীন নন, তাও জানান দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যুবনেতাদের রাজনৈতিক শিক্ষাশিবর করাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।
এদিন সংগঠন না করতে পারার জন্য বৈঠকে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চান যুব নেত্রী সায়নী ঘোষ। দল পুরনো পদ্ধতিতে ফিরেছে। পর্যবেক্ষক ব্যবস্থা না ফিরলেও পঞ্চায়েতের আগে জেলার দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতাদের। সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে এদিন বৈঠকে নেতাদের ভর্ৎসনা করেন মমতা। দিদির কথায়, নেতারা গ্রামে যাচ্ছেন, কিন্তু রাতে থাকছেন না। যে সব নেতারা টুইট করেন না, তাঁদেরও তালিকা তৈরি করেন তৃণমূল নেত্রী। তাতে নাম আছে ববি হাকিম ও অরূপ বিশ্বাসের।