রবিবার বেহালা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত ১২টায় জাতীয় পতাকা উত্তোলন করে প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস উদ্যাপন করবেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে মমতা যাবেন পতাকা উত্তোলন কর্মসূচির আগেই। মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখনও বেহালা পশ্চিমের বিধায়ক সেই পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর বিধানসভা এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন বছর আগে ২০১৯ সালের ১৪ অগস্টেই বেহালার ম্যান্টনে পার্থের বিধায়ক কার্যালয়ের কাছে স্বাধীনতা দিবস পালনের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা। সে দিনই দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। ম্যান্টনের ওই মঞ্চ থেকেই মমতা জানিয়ে দিয়েছিলেন, শোভনের অনুপস্থিতিতে বেহালা পূর্ব বিধানসভার সংগঠন দেখবেন রত্না চট্টোপাধ্যায়। পরবর্তীতে গত বিধানসভা নির্বাচনে রত্না বেহালা পূর্বের বিধায়ক হন। এবার কী বেহালা পশ্চিমের অনুষ্ঠানে গিয়েও তেমন কোনও ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী? ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে স্থানীয় নেতৃত্বের মধ্যে।
আরও পড়ুন- Sonajhuri Haat Closed : গ্রেফতার অনুব্রত, প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট, ফিরে গেলেন পর্যটকরা
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পার্থ। পরে ২৮ জুলাই তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থকে সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পরে মন্ত্রিসভার রদবদল হয়। তবে বিধায়ক রয়ে যান পার্থ।