পুজো শুরুর বেশ অনেকটা আগে থেকেই শহরের বড় বড় পুজো উদ্বোধনের চল হয়েছে হালে। এবার, মহালয়ার দিন চারেক বাকি থাকতেই উদ্বোধন হচ্ছে কলকাতার দু'প্রান্তের দুটি নামী পুজোর, সল্টলেকের এফডি ব্লক এবং শ্রীভূমি স্পোর্টিং। দু'টিরই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি চলে যাবেন সুজিত বসুর পুজো হিসেবে খ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে। বিকেল সাড়ে তিনটেয় শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
গত বছর দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছিল শ্রীভূমী স্পোর্টিং ক্লাব, তবে বেলাগাম ভিড় সামাল দিতে সপ্তমী রাতেই বন্ধ করে দিতে হয়েছিল দর্শকের প্রবেশ। এবছর তাদের পুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পড়ল। রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছে শ্রীভূমির মণ্ডপ।