বৃহস্পতিবার থেকেই কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফর শেষে আজই শহরে ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপর শহরের চারটি পুজো উদ্বোধনের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানবাজার সম্মিলিত কালীপুজো, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব, হরিশ মুখার্জী রোডের ভেনাস ক্লাব এবং শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, প্রতিবছরই এই চারটি ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই খবর। ইতিমধ্যেই চূড়ান্ত সূচি প্রস্তুত রয়েছে নবান্নে।
প্রতিবারই নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী। এখন থেকেই সেই পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলেই খবর। সেই পুজোয় বিভিন্ন সময় রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী-আমলাদেরও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: কালীপুজোতেও কি বৃষ্টিতে ভাসবে রাজ্য? আলোর উৎসবেও ঘনাচ্ছে আশঙ্কার মেঘ
এই বছর মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন মমতা। এই প্রথম জেলায় জেলায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন তিনি। তিন দফায় রাজ্যের প্রায় এক হাজারের কাছাকাছি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।