রাজ্যে পদ্ম ফুটুক, তা কোনও ভাবেই চাননা তিনি। তাই বড়দিনের উৎসবের উদ্বোধনে সচেতন ভাবে বাংলার একটি জনপ্রিয় গানের লাইনই বদলে দিলেন তৃণমূল নেত্রী এবং রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের অনুষ্ঠানে গান গাইতে উঠে তাঁর কাছে আবার ধমকও খেলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক বাবুল সুপ্রিয়। ঠিক কী হয়েছিল ? এদিনের অনুষ্ঠানে বাংলার জনপ্রিয় সিনেমা প্রতি প্রতিদানের প্রার্থনা সঙ্গীত মঙ্গলদীপ জ্বেলে গানটি গাইছিলেন মমতা। গৌরপ্রসন্ন মজুমদারের কথা বাপি লাহিড়ির সুরে ওই গানের একটি অংশ আছে '...… তোমারই ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাঁকে।' এই লাইনে এসে তৃণমূল নেত্রী গাইলেন, 'তোমার ক্ষমা দিয়ে তুমি আপন করে নাও তাঁকে।' তারপর নিজেই জানান, কথাটা তিনি একটু বদলে দিলেন। এরপর থেকেই শুরু হয় জল্পনা ।
তবে এদিনের মঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলায় ক্রিস্টমাস ফেস্টিভালে কলকাতার বো ব্যারাক, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর ও বারুইপুর চার্চ-সহ ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, হাওড়া, আসানসোল, বিধাননগরের মতো মূল জায়গাগুলিকে আলোর সাজে সাজানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা শান্তি চাই, আমরা বিভেদ করি না। একাত্মবোধে বিশ্বাস করি। আর মনে করি বিভেদ মানেই সর্বনাশ।'