আজ দ্বিতীয়া। সেই আনন্দ নিয়েই শহরের পুজো উদ্বোধনে বেরিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার একাধিক পুজো উদ্বোধনও করেছেন। কিন্তু একডালিয়ায় এসে যেন কিছুক্ষণের জন্য থমকে গেলেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গত বছর এমনই এক পুজোর পর তাঁর রাজনৈতিক জীবনের অন্য়তম শিক্ষক সুব্রত মুখোপাধ্য়ায়কে হারিয়েছিলেন মমতা। বছর ঘোররা আগেই মঙ্গলবার হাজির হয়েছিলেন সেই একডালিয়া। যেখানে সব আছে। নেই শুধু সুব্রত মুখোপাধ্য়ায়। তাই পুজো উদ্বোধন করে আবেগঘন হলেন মুখ্যমন্ত্রীও। জানালেন, এই পুজোয় এসে তিনি একজনকেই মিস করছেন, তিনি সুব্রত মুখোপাধ্য়ায়।
ভবানীপুরের শীতলা মন্দির থেকে এদিন পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। কোলাহল হয়ে তিনি চলে যান গড়িয়াহাটে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো একডালিয়ায়। পুজো উদ্বোধনের পাশাপাশি প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের একটি মূর্তিও উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিন মাসের মধ্যেই ম্য়ান্ডেভিলা গার্ডেন্সে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি পাকাপাকি ভাবে বসানো হবে। একডালিয়ায় দাঁড়িয়ে এদিন প্রয়াত নেতা স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী।
একডালিয়ার পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি মেগা বাজাটের পুজোর এদিন উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার মধ্য়ে উল্লেখযোগ্য বালিগঞ্জ কালচারাল এবং সমাজসেবী। তালিকায় ছিল আর এক মেগা বাজেটের পুজো হিন্দুস্তান পার্ক।