২০১৪ সালের টেট পাসের তালিকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে শুভেন্দু অধিকারীর নাম। কী ব্য়াখা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এই ঘটনা সামনে আসার পর পর্ষদ সূত্রে দাবি করা হয়েছিল, সবটাই নামের মিল। কিন্তু সেই সূত্রের সঙ্গে মিলছে না পর্ষদ সভাপতি গৌতম পালের দাবি। কারণ, পর্ষদ সভাপতির দাবি, তাদের ওয়েবসাইটে সাইবার হানা হতে পারে। আবার কেউ ইচ্ছাকৃত ভাবে তালিকা তৈরি করে আপলোড করতে পারেন।
গত ১১ নভেম্বর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের টেট পাস করা চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক হাজারের বেশি পাতার তালিকা ঘেঁটে দেখা গিয়েছে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সুকান্ত মজুমদারদের। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের বিরোধী দলনেতার নাম কী ভাবে এই তালিকায় উঠে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
টেট নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। আদালতে মামলা চলছে। রোজই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। তার মধ্য়ে এই নাম বিভ্রাট। পর্ষদ চেয়ারম্য়ান গৌতম পাল জানিয়েছেন, কী ভাবে রাজনীতিকদের নাম পরীক্ষায় উত্তীর্ণদের সঙ্গে মিলে গেল, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ধারনা, পর্ষদের ওয়েবসাইট হ্য়াক হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে সাইবার ক্রাইম থানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।