২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, ৩০ এপ্রিল দিল্লিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সম্মেলন আছে। সেখানেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিচারপতি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নামখানা ধর্ষণ-কাণ্ডের তদন্তের নজরদারির দায়িত্বেও দময়ন্তী সেন, জানাল হাই কোর্ট
বিধানসভা ও রাজ্যের উপনির্বাচনে পরপর জয় পেয়েছে তৃণমূল। সম্প্রতি বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচন ছিল। দুটি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস। এরপর প্রথম দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। এই বিচারপতি সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।