সোমবার চার পুরসভার ভোটগণনার শুরু থেকে এগিয়ে ছিল তৃণমূলের(TMC) প্রার্থীরা। বেলা গড়াতেই পরিষ্কার হয়ে যায় চার পুরসভার(Municipal Election 2022) ফলাফল। তৃণমূলের(TMC) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিনেই উত্তরবঙ্গ(North Bengal) সফরে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে(TMC) জেতানোর জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
তিনি আরও জানান, এবার তাঁর লক্ষ্য রাজ্যের শিল্পায়ন(Industrialization)। বেকার যুবক যুবতীদের স্বার্থে রাজ্যে শিল্প আনতে সরকার বদ্ধপরিকর, তাও সোমবার স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। এর পাশাপাশি আগামী দিনে পুরপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে মাথা নত করে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল(TMC) নেত্রী।
আর পড়ুন- Sabyasachi meet Abhishek : বিধাননগরের মেয়র কে ? জিতেই মমতার কাছে সব্যসাচী-কৃষ্ণা
আগামীকাল, মঙ্গলবার থেকেই আবার যথানিয়মে রাজ্য সরকারের কাজ শুরু হয়ে যাবে। শুরু হবে দুয়ারে সরকার(Duare Sarkar) পরিষেবা। উত্তরবঙ্গ সফরে বেশকিছু প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee)।