রাজনীতির মানুষও বই লিখতে পারেন। কারণ, মাথায় রাখতে হবে রাজনীতি করতে আসার আগেও তিনি একজন এই সমাজের মানুষ। আর একজন সমাজকর্মী হিসাবে সেই মানুষটি বই লেখার সম্পূর্ণ অধিকার রয়েছে। সোমবার কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের ভাষণে এদিন তিনি উদাহরণ হিসাবে তুলে ধরলেন বাংলার মণীষিদের। উল্লেখ করলেন তাঁর অধ্যয়নের কথাও। সেই প্রসঙ্গেই উঠে এল রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথের কথা।
এখনও পর্যন্ত কলকাতা বইমেলায় বাংলায় মুখ্যমন্ত্রীর ১২৮টি বই প্রকাশিত হয়েছে। এবার আরও ৬টি বই প্রকাশিত হল। তিনি জানান, আরও চার থেকে পাঁচটি বইয়ের কাজ এখনও চলছে। এদিনও তিনি জানান, তাঁকে সমালোচনা করলে, তাঁর কোনও আপত্তি নেই। কারণ তিনি সমালোচনা ভালবাসেন। কিন্তু কোনও কুৎস্যা তিনি সহ্য করবেন না।
তাঁর অভিযোগ, এখন একটা নেতিবাচক মনোভাব হয়ে গিয়েছে। সবাই তাঁর অনুরোধ এই পথে না হেঁটে, বরং ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করা হোক।
রাজনীতিকরা কী বই লিখতে পারেন না ? সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে এই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।