খাস কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের(Rape Allegation in Kolkata) অভিযোগ। গ্রেফতার ওই পানশালারই ব্যাণ্ডমাস্টার। গত বছর ২৮ নভেম্বরের এই ঘটনায় কসবা থানার(Kasba Police Station) পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত রণবীর জন পাঞ্জাবের বাসিন্দা। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। যদিও ঘটনার জেরে ওই গায়িকা যথেষ্ট আতঙ্কিত বলেই খবর।
অভিযোগকারিণীর দাবি, গত বছর ২৮ নভেম্বর ওই ব্যান্ডমাস্টার তাঁকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ(Kasba Rape Case) করা হয় বলে অভিযোগ ওই গায়িকার। মঙ্গলবার মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যাণ্ডমাস্টারকে গ্রেফতার করে কসবা থানা(Kasba Police Station)। তাঁর আরও দাবি, কাজের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত প্রথমে দুবাই নিয়ে যায়। কিন্তু কথার খেলাপ হওয়ায় দু'জনের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে ২৮ নভেম্বর ওই গায়িকাকে নিজের ফ্ল্যাটে ডেকে ঝামেলা মেটানোর আশ্বাস দেয় অভিযুক্ত। ফ্ল্যাটে ঢুকতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, পাঞ্জাব থেকে (Punjab) কলকাতায় আসেন রণবীর। কর্মসূত্রে কসবার রাজডাঙা মেন রোডে বাড়ি ভাড়া নেন এই ব্যাণ্ডমাস্টার। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, হুমকি-সহ একাধিক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।