প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো কল লেটার (Call Letter)। শনিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দফতর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ছিল। সেখানেই ধরা পড়ে এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম প্রীতম ঘোষ।
জানা গিয়েছে, ইন্টারিভিউ চলাকালীন একজনকে দেখে সন্দেহ হয়। তৎপরতার সঙ্গে তাকে আটক করা হয়। তার সঙ্গে আরও দুজনকে আটক করা হয়।
আরও পড়ুন: বেপরোয়া টোটো চালানো নিয়ে প্রতিবাদ, পুরোহিতকে খুনের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে
জানা গিয়েছে, ওই প্রার্থীকে দেখে সন্দেহ হয় আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের কর্মী সৌরভ ঘোষের। ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নামের যে তালিকা ছিল, তাতে ওই ব্যক্তির নাম ছিল না।