বাজ পড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্কের আনন্দপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির সময় ছাদে ছিলেন ওই যুবক। সেই সময়ই বাজ পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। রিজেন্ট পার্কে মৃত যুবকের নাম কৌশিক কর। বয়স ২৪ বছর। কলকাতার কলেজে বিবিএ-র ছাত্র তিনি। পরিবার সূত্রে খবর, সকালে জিমে গিয়ে গরমে অস্বস্তি হয় তাঁর। এরপরই বৃষ্টির সময় ছাদে যায় ওই যুবক।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানায় শনিবার পর্যন্ত কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।