উত্তর ২৪ পরগনার এক ব্যক্তির বিরল রোগে মৃত্যু হল কলকাতার হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বিরল এই রোগের নাম ফ্লেশ ইটিং বা মাংস খেকো ব্যাকটেরিয়া। যে রোগে মৃত্যুর হার অত্যন্ত বেশি। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস।
করোনার একের পর এক স্ট্রেন আতঙ্ক বাড়িয়েছে। কখনও স্ক্রাব টাইফাস আবার কখনও ব্ল্যাক ফাংগাস। এমনকি শহর কলকাতায় থাবা বসিয়েছে ডেঙ্গিও। যার জেরে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগে মৃত্যুর ঘটনা ঘটল। এই রোগে ব্যাকটেরিয়া মানুষের শরীরের মাংস দ্রুত খেয়ে পচন ধরিয়ে দেয়।
হাসপাতাল সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির বয়স ৪৪ বছর। কিছুদিন আগে তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পায়ে চোট পান। তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমশই বাড়তে থাকে তাঁর ক্ষত। এরপর চলতি মাসের ২৩ তারিখে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে জানা যায়, নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, একাধিক ব্যাকটেরিয়া একসঙ্গে চমড়া এবং পেশীর মাঝের স্তরে আক্রমণ করে যার জেরে হঠাৎ করেই পচন ধরতে শুরু করে শরীরে। অনেক্ষেত্রে আগে বোঝা গেলে সংক্রমিত অংশ কেটে বাদ দিয়ে রোগীকে বাঁচানো সম্ভব হয়।