ডেঙ্গির থাবা এবার কলকাতা উপকণ্ঠ সল্টলেকে। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর বাহান্নর প্রতিমা মণ্ডলের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন সল্টলেক মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেছে পরিবার।
পুজোর আগেই রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে মরিয়া রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশকে এই ব্যাপারে আরও সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নবান্নের বৈঠকে ঠিক হয়েছে, বিশেষ ভাবে নজর দেওয়া হবে রাজ্যে ডেঙ্গি প্রভাবিত তিন জেলার উপরে।
কলকাতাতেও ডেঙ্গি প্রতিরোধে উঠে পড়ে কাজ করছে কলকাতা পুরসভা। তাতেও অবশ্য মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এই বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যু কত তা নিয়ে নানা মহলে নানা মত রয়েছে। বেসরকারি ভাবে যা দাবি করা হয়েছে, তা মানতে নারাজ সরকারি পরিসংখ্যান।