মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে প্রবেশ সন্দেহভাজন ব্যক্তির! ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। রবিবার সকালে গোটা ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে বাড়ির মধ্যে দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে কালীঘাট থানার হাতে তুলে দিয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিল এবং কীভাবে উচু পাঁচিল পেরিয়ে সে ঢুকেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
লালবাজারের পক্ষ থেকে রবিবার জানানো হয়, এক ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্যে কোনও ভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের নজরে এলে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয় তাকে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির ও চারপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ভ্যাকসিনে অনীহা রাজ্যবাসীর, রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান চিন্তা বাড়াচ্ছে
রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির চারদিকেই থাকেন নিরাপত্তারক্ষীরা। ওই এলাকায় সিসি টিভি ক্যামেরাও আছে। এই কঠোর সুরক্ষাবলয় ভেদ করে কী করে ৩৪ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এক ব্যক্তি প্রবেশ করল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।