মোবাইল চুরি হয়ে গিয়েছে, সেই ডায়েরি করতেই বাইকে দুই বন্ধুকে বসিয়ে থানায় গিয়েছিলেন যুবক। ডায়েরি নিয়ে পুলিশ বাইকের কাগজ দেখতে চাইলেই ঘটল বিপত্তি। বৈধ কাগজ দেখাতে না পারায় মোটা টাকা জরিমানা দিতে হল যুবককে। তিন বাইক আরোহীর কারোর মাথাতেই ছিল না হেলমেট।
রাজারহাট থানার ঘটনা। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম মহম্মদ সোনু। সোমবার তিনি দুই বন্ধুকে বাইকে চাপিয়ে থানায় যান হারানো মোবাইলের খোঁজে ডায়েরি করতে। কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশি জেরায় জানা যায়, যুবকের না আছে লাইসেন্স, না আছে বাইকের কাগজ।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
সেকেন্ড হ্যান্ড মোটরবাইক কিনে বিনা কাগজপত্রেই ঘুরে বেড়াচ্ছিলেন যুবক। পুলিশের নাকা-তল্লাশি এড়াতে সন্ধ্যায় বড় রাস্তার দিকে যেতেন না।
বিধাননগর কমিশনারেটের পুলিশকর্তারা জানাচ্ছেন, দুর্ঘটনা এড়াতে বিনা হেলমেটের বাইকচালক দেখলেই জরিমানা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে।