হাওড়া ব্রিজের (Howrah Bridge) মাথায় এক ব্যক্তি। বুধবার বিকেলের দিকে হাওড়া ব্রিজের মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যা তাঁকে। হাঁটাচলা করতেও দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথচারীদের নজরে পড়তেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশের আধিকারিকদের। যৌথ চেষ্টায় ব্রিজ থেকে নামানো হয় ওই যুবককে। তাঁকে নামাতে রীতিমত কালঘাম ছুটে যায় তাঁদের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সকলের নজর এড়িয়ে কীভাবে ব্রিজের মাথায় উঠলেন ব্যক্তি, সেই প্রশ্ন উঠছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা দেখি হাওড়া ব্রিজের উপরে একটি ছেলে উঠে গিয়েছে। এরপর পুলিশ ও দমকল সেখানে এসেছে। অনেকক্ষণ পর তাও তিরিশ থেকে চল্লিশ মিনিট ওকে বুঝিয়ে তারপর নামানে হয়েছে।’
ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে কয়েকদিন আগে হাওড়া স্টেশনের (Howrah Station) ওভারহেড পোস্টে উঠে পড়েছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে সেখান থেকে নামানো সম্ভব হয়। জানা গিয়েছিল, ট্রেন (Train) ধরার জন্যই নাকি তিনি সেই ওভারহেড পোস্টে উঠেছিলেন।