কালভার্টের কাছে পড়ে ছিল এক ব্যক্তির দেহ। বুধবার সকালে তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রজত দাস। বয়স ৩৫। তিনি মাটির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।
নরেন্দ্রপুরের রানাভুতিয়ায় কালভার্টের কাছে দেহটি উদ্ধার করে পুলিশ। দেহে একাধিক ক্ষতচিহ্ন আছে। প্রাথমিকভাবে একে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: ২১ লক্ষ টাকা নিয়ে বিবাদ, তার জেরেই খুন! নিমতার ঘটনায় অনুমান পুলিশের
পুরনো বিবাদ নাকি ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জন্য এই খুন। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।