কলকাতার বুকে দিনেদুপুরে হামলা এক যুবককে। শনিবার দুপুর আড়াইটে নাগাদ ময়দান থানা এলাকায় আচমকা এক যুবককে অস্ত্র নিয়ে তাড়া করে দুষ্কৃতীরা। তাঁকে ধাওয়া করে প্রকাশ্যেই কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন।
হাড়হিম করা ঘটনার জেরে প্রাথমিকভাবে হকচকিয়ে যান আশপাশের মানুষ। পরে তাঁরা ওই যুবককে উদ্ধার করে SSKM হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। কী কারণে এই হামলা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সার লেনদেন নিয়ে গণ্ডগোলের জেরে এই হামলা।
পুলিশ জানিয়েছে, আহত যুবক ক্যাটারিং সংস্থার কর্মী। দুপুরে তিনজন ময়দান এলাকায় টাকার ভাগ বাঁটোয়ারা করছিল। কোনও কারণে গণ্ডগোল বাঁধতেই তাঁদের মধ্যে একজন ওই যুবকের উপর ছুরি নিয়ে চড়াও হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকবার কোপানো হয়েছে তাঁকে।