কারখানায় কাজ করতে করতে মুহূর্তের অসর্তকতায় আঙুল হারান নদিয়ার বাসিন্দা সনৎকুমার পাল। ডান হাতের তিনটি আঙ্গুলের সঙ্গে বাকি আঙ্গুলগুলিও ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের সাফল্য। কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় ৬ ঘন্টা অস্ত্রোপচারের পর ফের আঙুল ফিরে পেলেন নদিয়ার ওই বাসিন্দা। এমনকি, সেই হাত নিয়ে দ্রুত জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন রোগী, দাবি চিকিৎসকদের।
জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা সনৎকুমার পাল ঝাড়গ্রামের এক কাগজের কারখানায় কাজ করেন। গত ১০ জানুয়ারি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তির ডান হাত। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতিতে সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানে রাত ১২টা নাগাদ তাঁকে ভর্তির পর আড়াইটে নাগাদ চিকিৎসক অখিলেশ আগরওয়ালের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত রোগীকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়পর্বে কোনওভাবেই ডান হাত কাজে লাগানো যাবে না। তবে তিনমাস পর থেকে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলেই মত চিকিৎসকদের।